আশুলিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইয়াসিন শেখ(২০) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকার আমার স্কুল নামে বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শী জানায়, সন্ধ্যায় স্কুলের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষ হয়। সংঘর্ষের ঘটনায় ইয়াসিন শেখ নামে এক যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ইয়াসিন কে উদ্ধার করে পাশের গনি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটসাস্থল থেকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়েছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে পল্লীবিদ্যুত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, “দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটছে। তবে খেলা বা অন্যকোন বিষয় আছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কাউকে আটক করা হযনি। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।