বাংলাদেশের ভিডিওতে ‘কাঁপছে’ ভারত

SHARE

indiaaকোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত খেলাকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠেছে। বিশেষ করে স্যোশাল মিডিয়াতে। আর এর তাপ লাগছে মূল ধারার মিডিয়াতেও। ভারতের পত্রিকাগুলো এই নিয়ে নানা ধরনের প্রতিবেদন ছাপছে।

ভারতের একটি দৈনিকের একটি প্রতিবেদন এখানে তুলে ধরা হলো।

তারা ফিরিয়ে দিতে চাইছেন ২০০৭ সালের স্মৃতি৷

ইউ টিউবের ভিডিও থেকে খবরের কাগজের প্রতিবেদন—বাংলাদেশে গড়পড়তা মেজাজটা এখন এ রকমই ‘হম কিসিসে কম নেহি’৷ মার্চ মাসেই তিন বছর আগে এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ৷ আট বছর আগের বিশ্বকাপের জয়ও মার্চে৷ তাই মার্চে তাদের ক্রিকেট স্বাধীনতা দেখছে বাংলাদেশ৷

এবং জয়ের স্বপ্ন দেখার ফাঁকে ভারতীয় সংস্থার ক্রিকেট ভিডিওর পাল্টা ভিডিও বানানো হচ্ছে৷ কোথাও ‘মোড়ল’ বলা হচ্ছে ভারতের দাদাগিরিকে৷ কোথাও ধোনিকে ব্যঙ্গ করা হচ্ছে তার মন্তব্য নিয়ে৷ এর পাশাপাশি ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়ে দেওয়ার ঘটনাকে ফিরিয়ে আনার আবেদনই যেন পৌঁছে দেওয়া হচ্ছে মাশরাফি বিন মর্তুজাদের কাছে৷

উত্তেজনার রেশ তীব্র থেকে তীব্রতর৷ ক্রিকেট উত্তেজনা দেখে তসলিমা নাসরিন পর্যন্ত টুইট করে ফেলেছেন, ‘৫০ কেজি মিষ্টি কিনব ১৯ মার্চের ভারত-বাংলাদেশ ম্যাচের জন্য৷ যে-ই জিতুক সেলিব্রেট করব৷’

তসলিমার মতো সবাই ‘মিলে সুর মেরা তুমহারা’ নন৷ ইউ টিউবে পোস্ট করা ভিডিওগুলোও ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহীতে৷ ভারতে দারুণ জনপ্রিয় হয়ে যাওয়া ‘মওকা মওকা’ বিজ্ঞাপনের জব্বর পাল্টা দেওয়ার চেষ্টা বাংলাদেশিদের৷ ইউ টিউবে বাংলাদেশিদের তৈরি এই ভিডিও দারুণ জনপ্রিয় হয়েছে ইতিমধ্যে৷ ভারতের বিজ্ঞাপনের স্লোগান যেখানে ‘উই ওন্ট গিভ ইট ব্যাক’, সেখানে বাংলাদেশি বিজ্ঞাপনের মূল বক্তব্য, ‘আমরা ২০০৭ ফিরিয়ে দেব৷’

কী আছে এই ভিডিওতে? দেখা যাচ্ছে, চাঁদের একটি গর্ত থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ছে এক ভিনদেশী প্রাণী৷ সেটিই বাংলাদেশের প্রতিনিধি এই ভিডিওতে৷ যে ইচ্ছে মতো আছড়ে ফেলছে স্কটল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তানের মহাকাশচারীদের৷ ধ্বংসাত্মক ভঙ্গিতে হাঁটতে হাঁটতে এগোচ্ছে সেই ভয়ঙ্কর জীব৷ হঠাৎ দেখা যায়, একটি পাথরের আড়ালে লুকিয়ে ভয়ে কাঁপছে ভারতীয় মহাকাশচারী৷ শেষ আটের ম্যাচে নামার আগে বাংলাদেশিদের কাছে ম্যাচটা এ রকমই৷ ইংল্যান্ডকে হারানোর পর যেন তাদের ভয়ে কাঁপছে ধোনি-বাহিনীও৷ শেষে ফুটে উঠছে ওই পাঁচটি শব্দ– ‘উই উইল গিভ ব্যাক ২০০৭’!

ঘুরেফিরে সেই আসছে ২০০৭ প্রসঙ্গ৷ রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়াকে হাবিবুল বাশারের টিমের হারিয়ে দেওয়া৷ আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রোহিত শর্মা-মহেন্দ্র সিং ধোনির মুখোশ পরা দু’জনকে বাংলাদেশি ভক্তরা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের ভারতকে হারানো ম্যাচগুলোর ছবি৷ অর্থাৎ হুঁশিয়ারি, সেই সব ঘটনার পুনরাবৃত্তি হতেই পারে৷

এখানেই শেষ নয়৷ বাংলাদেশের একটি দৈনিকের এক প্রতিবেদনে যেমন সরাসরি আক্রমণ করা হয়েছে ধোনিকে৷ ধোনি বিশ্বকাপের সূচি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, একবার অস্ট্রেলিয়া, একবার নিউ জিল্যান্ডে ম্যাচ খেলার জন্য৷ বাংলাদেশের জবাব তৈরি রয়েছে৷ বক্তব্য, এই কাজটা ভারতকে করতে হয়েছে একবারই৷ বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ দু’বার করে এই দুই দেশের মধ্যে যাতায়াত করে ফেলেছে৷ সে ক্ষেত্রে ধোনি আরও বেশি সুবিধাই বা আশা করছেন কী ভাবে?

এখনও পর্যন্ত ২৮টা ওয়ান ডের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ৷ বৃহস্পতিবার ম্যাচের আগে বারবার ওই তিন দিনকে সামনে এনেই বিজয় দিবসের স্বপ্ন দেখছেন প্রতিবেশী দেশের মানুষ৷”