জুনে সামরিক বাহিনী ছাড়বেন প্রিন্স হ্যারি

SHARE

harryদশ বছর বৃটিশ সেনাবাহিনীতে চাকরি করবার পর আগামী জুন মাসে অবসর নিতে যাচ্ছেন রানী এলিজাবেথের পৌত্র প্রিন্স হ্যারি।

প্রিন্স চার্লস ও প্রিন্স উইলিয়ামের পরেই বৃটিশ সিংহাসনের উত্তরাধিকারী তিনি।

সৈনিক হিসেবে প্রিন্স হ্যারি দুবার আফগানিস্তানের রণাঙ্গনে ছিলেন।সেনাবাহিনীর চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত হবার পর তিনি বলেছেন তিনি তার জীবনের নতুন অধ্যায়ের দিতে তাকিয়ে আছেন। তবে সামরিক বাহিনীতে দশ বছরের কাজের অভিজ্ঞতা জীবনভর তার সাথেই থাকবে।
এদিকে প্রিন্স হ্যারির বিষয়ে রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে সামরিক বাহিনী ছাড়াটা সত্যিই একটি কঠিন সিদ্ধান্ত। মূলত তিনি সামরিক বাহিনী ছাড়বেন অস্ট্রেলিয়া ডিফেন্স ফোর্সের সাথে চার সপ্তাহের একটি কর্মসূচি শেষ করার পর। যেটি এপ্রিলে শুরু হওয়ার কথা।

অস্ট্রেলিয়াতে তিনি ডারউইন, পার্থ ও সিডনিতে আর্মি ব্যারাকে অবস্থান করবেন এবং ইউনিট ভিত্তিক কর্মকাণ্ড ও প্রশিক্ষণ অনুশীলনের মতো বিষয়গুলোতে অংশ নেবেন। এরপর তিনি রাজকীয় সফরে নিউজিল্যান্ড যাবেন।

জুনে সামরিক বাহিনী ছাড়ার তার আফ্রিকা ও যুক্তরাজ্যে সেচ্ছাসেবী হিসেবে কাজ করার কথা রয়েছে।– বিবিসি