মালয়েশিয়ায় দুই ইন্দোনেশীয় বিমান ভূপাতিত

SHARE

indonesian air crash in malaysiaমালয়েশিয়ায় রবিবার দু’টি ইন্দোনেশীয় বিমান ভূপাতিত হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় পতিত বিমান দু’টি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমান দু’টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর একটি বিমান লাংকাওয়ি আন্তর্জাতিক বিমানবন্দর এবং অপরটি পাশ্ববর্তী একটি গ্রামে গিয়ে পড়ে।

দুই বিমানের চার পাইলটই সংঘর্ষের সময় বিমান থেকে বেরিয়ে অক্ষত অবস্থায় ভূমিতে নেমে আসতে সক্ষম হন। তবে তাদেরকে চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামউদ্দিন হোসেন হাসপাতালে চার পাইলটের সঙ্গে সাক্ষাতের পর এক টুইটার-বার্তায় বলেছেন, চার পাইলটই সুস্থ আছেন। প্রদর্শনীতে অংশগ্রহণের বিষয়ে তাদের আগ্রহে ঘাটতি দেখা দেয়নি।

লাংকাওয়ি আন্তর্জাতিক মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস প্রদর্শনী আগামী ১৭ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২১ মার্চ পর্যন্ত। এবারের প্রদর্শনীতে যে পাঁচটি টিমের অংশ নেওয়ার কথা রয়েছে, তার মধ্যে ইন্দোনেশিয়ার টিম অন্যতম। সূত্র: আরটি।