
রোববার সকাল ৬টার দিকে পাবলিক লাইব্রেরিতে আগুনের সূত্রপাত ঘটে।
নাটোর ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৬ টার দিকে সরকারি পাবলিক লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে। এসময় নাটোর- বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
নাটোর ফায়ার স্টেশনের কর্মকর্তা আবদুর রউফ বলেন, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তাৎক্ষণিকভাবে এ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।