প্রধানমন্ত্রী ক্ষমতা দেখাচ্ছেন, অহমিকা করছেন : বি. চৌধুরী

SHARE

bchow26চলমান রাজনৈতিক সংকটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এবার ক্ষমতা নেওয়ার পর প্রধানমন্ত্রী দায়িত্ব পালন না করে ক্ষমতা দেখাচ্ছেন- অহমিকা করছেন।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আয়োজিত ‘চলমান পরিস্থিতি উত্তরণে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) একাংশের সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, আইনজীবী অ্যাডভোকেট ড. মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আজাদ প্রমুখ।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশে যে হারে গুম-খুন-অপহরণ-নিখোঁজ চলছে, রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে তাতে কেউই নিরাপদে নেই।

পেট্রোল বোমার আগুনে হত্যা ও ক্রসফায়ারে বিচারবহির্ভূত হত্যা- কোনোটিই জনগণ পছন্দ করে না উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, কতোজন পেট্রোল বোমার আগুনে পুড়ে মরেছে, কতোজনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, গুম-অপহরণ করা হয়েছে তা জানতে হাইকোর্ট রুল জারি করতে পারেন।

তিনি এসব হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে বিচারবিভাগীয় তদন্ত দাবি করে বলেন, বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠন করে কারা এসব পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ মারছে, কারা ক্রসফায়ার চালাচ্ছে, মানুষ গুম-অপহরণ করছে তাদের খুঁজে বের করতে হবে।

বিকল্প ধারার প্রেসিডেন্ট অভিযোগ করেন, ৫ জানুয়ারির ভুয়া নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও ভারতের কংগ্রেস ছাড়া কেউ আর তাদের সমর্থন করেনি। জনগণ তাদের ভোটের অধিকার, মৌলিক ও নাগরিক অধিকার ফিরে পেতে চায়। অবিলম্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য জনগণকেও জেগে উঠতে হবে।

পুনর্নির্বাচন দাবি করে বি. চৌধুরী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের সময় এই সরকারের প্রধানই বলেছিলেন সেটা নিয়মরক্ষার নির্বাচন। কিন্তু এখন ওই কথা তারা ভুলে গেছেন, অস্বীকার করছেন। তিনি অস্বীকার করলেও স্বয়ং আল্লাহ সাক্ষী আছেন।

বি. চৌধুরী অভিযোগ করেন, একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নেওয়া সরকার মানুষের ঘুম হারাম করে ফেলেছে। এ সরকার তাদের দায়িত্ব পালন করছে না। আমরা জননির্বাচিত সরকার চাই। এমন নির্বাচন চাই, যে নির্বাচনে সব দল অংশ নেবে এবং সব মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে।

তিনি বলেন, সালাহউদ্দিন আহমেদের মতো একজন সাবেক মন্ত্রী, রাজনৈতিক নেতা, ভালো মানুষ এভাবে হারিয়ে গেলেন? সরকারপ্রধান শেখ হাসিনা তার নিখোঁজ হওয়ার ব্যাপারটি অস্বীকার করে বলছেন, খালেদা জিয়া ময়লার বস্তার সঙ্গে তাকে পাচার করে দিচ্ছেন। এটা যে কতো বেশি অহংকার, অহমিকা আর ক্ষমতার কথা, তা যে কারোরই বোধগম্য। তিনি শুধু ক্ষমতা প্রয়োগ করছেন।

শুধু সালাহউদ্দিন আহমেদই নয়- সরকার তিন বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের ধরতে পারেনি অভিযোগ করে বিএনপির প্রতিষ্ঠাকালীন এ মহাসচিব বলেন, নিখোঁজের তালিকা আর কতো বড়ো হবে? ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকের খোঁজ পাওয়া যায়নি আজ পর্যন্ত। এটা আমাদের জন্য লজ্জার নয়, ঘৃণারও ব্যাপার।

উচ্চ আদালত সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করে হাজির করার নির্দেশ দিলেও সরকার ‍আদালতের কথায়ও কর্ণপাত করছে না অভিযোগ তুলে তিনি বলেন, তারা এখন কেবলই ক্ষমতা দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে বক্তব্য দেন, তা শুনলে কেবল লজ্জাই পাই না, দুঃখও লাগে। এই ধরনের সংসদ আমরা কেউ চাই না। আসলে ৫ জানুয়ারির মতো নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছে, সে সংসদে এ ধরনের কথা হবে এটাই স্বাভাবিক। দেশে কী ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে এটা এখন সবাই বুঝে গেছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যেভাবে ক্ষমতা দেখাচ্ছে তাতে মনে হচ্ছে তাদের মন্ত্রী-এমপি আর নেতাকর্মী-সমর্থকরা ছাড়া আর কেউ দেশে থাকতে পারবে না, সবাই নিখোঁজ-গুম হয়ে যাবে। জনগণকে এই অহমিকার বিরুদ্ধে জেগে উঠতে হবে।

সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সুস্থ থাকলে কিছু ভালো কথাও বলেন, তখন শুনতেও ভালো লাগে। কিন্তু মাঝে মধ্যে এমন কিছু কথা বলেন, তখন আরও সমস্যার সৃষ্টি হয়। তিনিই এ সমস্যার সৃষ্টি করেছেন, তাকেই এর সমাধান করতে হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, দেশে যে হারে খুন-গুম-অপহরণ হচ্ছে তাতে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং এ ব্যাপারে উচ্চ আদালতকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।