আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে সচিবালয় নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা রয়েছে জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, অর্থ প্রাপ্তি সাপেক্ষে এর কাজ শুরু হবে।
রোববার সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পাশে সচিবালয় নিয়ে যাওয়ার জন্য প্লান আছে। সেখানে গ্রিন বিল্ডিং হবে। প্রত্যেক জায়গায় এয়ার কন্ডিশন হবে না।
গ্রীন বিল্ডিং কনসেপ্টে বিল্ডিং করতে যাচ্ছি। সেটা ভাল ভবন হবে বলে মনে করি। এটি প্রক্রিয়াধীন রয়েছে। অর্থ প্রাপ্তি সাপেক্ষে এই কাজটা শুরু করতে পারবো।