ডিম চুরির করায় ২০ বছর দণ্ড!

SHARE

egg15চুরি বললেও কম বলা হবে। এতো র‌‌ীতিমতো পুকুর চুরি। তাও খুব দামি কোনও জিনিস। যা চুরি হয়েছে তা হলো ডিম! একটা-দুটা নয়, ৮০ লাখ ডিম। আর এ ঘটনার সঙ্গে জড়িত কিউবার ১৯ সরকারি কর্মকর্তাকে ২০ বছরের দণ্ড দেওয়ার দাবি করেছেন সরকারি কৌঁসুলিরা।

ওই কর্মকর্তারা কিউবার সরকার পরিচালিত কয়েকটি ফার্ম থেকে ডিমগুলো চুরি করেছিল। যার জন্য সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে সাড়ে তিন লাখ ডলার। ওই ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা হিসাব, জাল রশিদ এবং কালোবাজারি অভিযুক্ত করা হয়েছে।

কিউবান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১২ সালের জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত ওই ফার্ম থেকে এ পরিমাণ ডিম চুরি যায়।
২০০৯ সালে থেকে প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সরকারের দুর্নীতি দমন অভিযান চালু করে। এর অংশ হিসেবে ওই কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হয়েছে। তবে এ বিচার কার্যক্রম কোথায় চলছে তা জানানো হয়নি।

কাস্ত্রো দুর্নীতিকে কিউবার জন্য ‘ক্যান্সার’ বলে অভিহিত করেছেন। সূত্র: বিবিসি।