শাহজালালে কোটি টাকার বিদেশি ওষুধ জব্দ

SHARE

airport sঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ প্রায় কোটি টাকার ওষুধ জব্দ করছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার সকালে বিমানবন্দরের কার্গো আমদানি শাখায় থাকা এ ওযুধগুলো জব্দ করা হয়।
বিমানবন্দর কার্গো আমদানি শাখার ইনচার্জ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক সেগুফতা মাহজেবিন  বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের নামে থাই এয়ারের একটি ফ্লাইটে ১৬০ কেজি ওজনের ওই চালানটি আসে। কিন্তু এ পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চালানটি নিতে আসেনি। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আজ সকালে অভিযান চালিয়ে ওষুধগুলো জব্দ করা হয়।’
তিনি জানান, ওই চালানটির জন্য ঔষধ প্রশাসন ইনস্টিটিউটের কোনো অনুমতি ছিল না। তদন্তসাপেক্ষে এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।