ইরাকি সেনাদের সঙ্গে আইএসের তুমুল যুদ্ধ

SHARE

iraq4ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তিকরিত শহর পুনরুদ্ধারে ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে ইরাকি শিয়া ও মিলিশিয়া যৌথ বাহিনী।

দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। আইএসের কাছ থেকে কিছু এলাকা পুনরুদ্ধার করেছে বলে দাবি ইরাকি কর্মকর্তাদের।

তিরকিতের চারপাশের এলাকাগুলোতে তুমুল লড়াই চলছে। আল-দোর, পশ্চিমাঞ্চলীয় আল-জুহর এবং উত্তরাঞ্চলীয় কাদিসিয়া এবং দক্ষিণের একটি হাসপাতালের কাছে শহরতলীতে লড়াইয়ের খবর পাওয়া গেছে।

তবে রাস্তায় আইএস এর পেতে রাখা বোমার কারণে সরকারি বাহিনীকে আগাতে হচ্ছে ধীর গতিতে। ইরানের কমান্ডাররা এ অভিযানের সমন্বয় করতে সহায়তা করছে। তবে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোট অভিযানে বিমান হামলা চালাচ্ছে না।

রোববার থেকে তিকরিতে আইএস বিরোধী অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। তবে এ অভিযানে ইরানের জঙ্গিবিমান অংশ নিচ্ছে কিনা তা পরিষ্কার নয়।

সামারা নামের এ অভিযানের কমান্ড সেন্টার থেকে এক সূত্র জানিয়েছে, আল-দৌর-এর ২০ কিলোমিটার পূর্বে হামরিন এলাকা পুনর্দখল করেছে সেনাবাহিনী ও পপুলার মবিলাইজেশন যোদ্ধারা।

ইরাকি সেনারা পৌঁছানোর পর শহরটিতে দুইবার আত্মঘাতী বোমা হামলা চালায় আইএস। ইরাকি সেনাদের ওপর গুলিবর্ষণও করে তারা।

গত জুনে ইরাকের গুরুত্বপূর্ণ তিকরিত শহর দখলে নেয় আইএস।

তথ্যসূত্র: বিবিসি, আলজাজিরা।