কামারুজ্জামানের রিভিউ আবেদন কাল

SHARE

kamruzzamanমৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে রিভিউ আবেদন করবেন জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আইনজীবীরা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সকালে তার আইনজীবীরা সাংবাদিকদের এ কথা জানান।

কামারুজ্জামানের আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান।

এ সময় তার সঙ্গে আইনজীবী মতিউর রহমান আকন্দ, শিশির মো. মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও এহসান এ সিদ্দিক উপস্থিত ছিলেন।

১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

ওই রাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে রায়ের কপি পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি তার মৃত্যু পরোয়ানা জারি করে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।