খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

SHARE

khilgaরাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় শ্রী জীবন সাহা (২৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। খিলগাঁও বাগিচা রেলগেইটে মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

জীবন সাহা কুমিল্লা সদর থানার কলাকচুয়া গ্রামের দিলীপ কুমার সাহার ছেলে। তিনি গুলশানে কর্মরত ছিলেন।

পথচারী মো. আলী ফয়সাল জানান, দুপুরে ট্রেনের ধাক্কায় জীবন সাহা আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। দুপুর পৌনে তিনটায় সেখানের কর্তব্যরত চিকিৎসক জীবন সাহাকে মৃত ঘোষণা করেন।

জীবন সাহা কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানান তার স্ত্রী ইভা রানী সাহা। তিনি জানান, মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে উত্তর শাহজাহানপুরের বাসায় যাচ্ছিলেন।