যশোরে ছুরিকাঘাতে দুই যুবক হতাহত

SHARE

jashorযশোর শহরে দিনদুপুরে ছুরিকাঘাতে লোকনাথ দে (১৯) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। আহত হয়েছে লিমু (১৮) নামে তার এক বন্ধু।

পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাউবো অফিসের সামনে ফুডল্যান্ড নামে একটি ফাস্টফুডের দোকানে লোকনাথ, লিমুসহ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এ সময় অন্য কয়েকজন যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা লোকনাথ ও লিমুকে ছুরিকাঘাত করে।

স্থানীয়রা দুইজনকেই উদ্ধার করে বেলা পৌনে ২টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বেলা ২টার সময় লোকনাথ মারা যায়।

হাসপাতালে কর্তব্যরত ডাক্তার কাজল মল্লিক জানান, হতাহত দুইজনের শরীরের একাধিক স্থানে ছুরির আঘাত রয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইনচার্জ ডা. মনিরুজ্জামান জানান, ছুরিকাঘাতে লিমুর ফুসফুসে ক্ষত সৃষ্টি হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নিহত লোকনাথ শহরের বেজপাড়া পূজার মাঠ এলাকার কানাইলাল দের ছেলে। সে ডা. আবদুর রাজ্জাক কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। ওয়ালিউজ্জামান লিমু শহরের বকচর হুশতলা এলাকার গোলাম মওলার ছেলে। সে বিসিএমসি কলেজের ছাত্র।

কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান মৃধা দুই যুবক হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তবে কী কারণে লোকনাথ ও লিমুকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।