ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

SHARE

du musঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আবুল বরকত জাদুঘর ও সংগ্রহশালার নিরাপত্তাকর্মী শঙ্কর রায়ের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ ওই জাদুঘর থেকে তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, সোমবার ভোর ছয়টা থেকে যেকোনো সময় শঙ্কর আত্মহত্যা করে থাকতে পারেন বলে তারা ধারণা করছেন। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। তার স্বজনরা এলে বিস্তারিত জানা যাবে।”

লাশ উদ্ধারের সময় উপস্থিত লোকজন জানায়, শঙ্কর রায় পাঁচ-ছয় বছর ধরে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাশহিদ আবুল বরকত জাদুঘর ও সংগ্রহশালার নিরাপত্তাকর্মীর কাজ করছিলেন। সোমবার ভোরে তিনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে কর্মস্থলে যান। তার কয়েকজন সহকর্মী তার নম্বরে ফোন করে সাড়া না পেয়ে তারা ওই জাদুঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ পান। পরে জানালার ফাঁকা দিয়ে তাকে ঝুলতে দেখে শাহবাগ থানায় খবর দেয়া হয়।

শঙ্কর নোয়াখালী জেলার শক্ত রঞ্জনের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।