১৬ কোটিতে দিল্লির হলেন যুবরাজ

SHARE

yobrajএকদিকে যখন শুরু হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ, অন্যদিকে সমান তত্পরতায় সোমবার সকালে শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর খেলোয়াড় কেনা-বেচার পর্ব। প্রথম পর্বের নিলামের পর সব থেকে বেশি দামে বিক্রি হলেন যুবরাজ সিং। গতবারের আইপিএল-এ যুবরাজ সিং-কে ১৪ কোটি রুপি দিয়ে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এবার প্রথম পর্বের নিলামের শেষে দিল্লি ডেয়ার ডেভিলস-এর কাছে হেরে যেতে হল আরসিবি-কে। দিল্লি ডেয়ারডেভিলস ১৬ কোটি রুপিতে কিনে নিলেন যুবরাজ সিং-কে। তবে প্রথম পর্বের শেষে এখনও পর্যন্ত কোনও দলই নিল না দক্ষিণ আফ্রিকার ওপেনার হাসিম আমলা-কে। যুবরাজের পাশাপাশি শ্রীলঙ্গার একদিনের আন্তর্জাতিক খেলার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথ্যুকেও সাড়ে সাত কোটি রুপিতে কিনে নিল দিল্লি ডেয়ারডেভিলস।

প্রথম দফার নিলামের পর কোন খেলোয়াড় গেলেন কোন দলে

১. যুবরাজ সিং (ব্যাটসম্যান)- ১৬ কোটি রুপিতে কিনল দিল্লি ডেয়ারডেভিলস

২. দীনেশ কার্তিক (উইকেট কিপার)- সাড়ে দশ কোটি রুপিতে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

৩. অ্যাঞ্জেলো ম্যাথ্যু (অল-রাউন্ডার)- সাড়ে সাত কোটি রুপিতে কিনল দিল্লি ডেয়ারডেভিলস

৪. অমিত মিশ্র (বোলার)– সাড়ে তিন কোটি রুপিতে কিনল দিল্লি ডেয়ারডেভিলস

৫. অ্যারন ফিঞ্চ (ব্যাটসম্যান)— তিন কোটি কুড়ি লাখ রুপিতে কিনল মুম্বাই ইন্ডিয়ানস

৬. মুরলি বিজয় (ব্যাটসম্যান)— তিন কোটি রুপিতে কিনল কিংস ইলেভেন পাঞ্জাব

৭. কেভিন পিটারসন (ব্যাটসম্যান)— ২ কোটি রুপিতে কিনল সানরাইজার্স হায়দরাবাদ

৮. ইয়োইন মর্গান (ব্যাটসম্যান)- দেড় কোটি রুপিতে কিনল সানরাইজার্স হায়দরাবাদ

৯. কেন উইলিয়ামসন (অল-রাউন্ডার)- ৬০ লাখ রুপিতে কিনল সানরাইজার্স হায়দরাবাদ

হাশিম আমলা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে-এর মতো খেলোয়াড়কে এখনও পর্যন্ত কোনো দলই কেনেনি।