জিকে শামীমসহ ৭ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ ৭ জানুয়ারি

SHARE

গুলশান থানায় করা মানি লন্ডারিং মামলায় বহিঃস্কৃত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া (জিকে) শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর ভারপ্রাপ্ত বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

বৃহস্পতিবার আদালতে সাক্ষী হাজির না হওয়ায় বিচারক পরবর্তী এই তারিখ নির্ধারণ করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ১০ নভেম্বর জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গত ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে আদালতে জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

শামীমের সাত দেহরক্ষী হলেন—দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জিকে শামীম তার দেহরক্ষীদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নিজ নামে লাইসেন্স করা অস্ত্র প্রকাশ্যে বহন, প্রদর্শন ও ব্যবহার করে লোকজনের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, মাদক ও জুয়ার ব্যবসাসহ স্থানীয় টার্মিনাল, গরুর হাট-বাজারে চাঁদাবাজি করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হয়েছেন। একই সঙ্গে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি করে র‌্যাব।