হরতাল চলাকালে গাজীপুরের আলাদা দুটি স্থানে বাস ও কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়। মঙ্গলবার ভোরে নগরের শিববাড়ী মোড়ে ঢাকা-গাজীপুর সড়কের পাশে কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা আগুন নেভায়। অন্যদিকে জেলার কালীগঞ্জের মূলগাও এলাকায় নরসিংদি থেকে টঙ্গীর দিকে আসা একটি কাভার্ডভ্যান চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা ইট-পাটকেল ছুড়ে। এসময় চালক -হেলপার ভয়ে গাড়ি থামিয়ে নেমে পালিয়ে গেলে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে গাড়ির চাকা ও চালকের সিট পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। এদিকে গাজীপুরে নাশকতাসৃষ্টি, নাশকতার পরিকল্পনার অভিযোগে ও বিভিন্ন মামলার আসামী ২৭ জনকে আটক করা হয়েছে।