লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ পিকআপ ভ্যানচালক কামাল হোসেন (২৮) মারা গেছেন।
মঙ্গলবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোমবার রাতে লক্ষ্মীপুর জেলা কারাগার এলাকায় এ ঘটনা ঘটে।
কামাল হোসেনের ভাই শাহজাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে বেগমগঞ্জের চৌমুহনী থেকে পিকআপভ্যানে করে চাল নিয়ে লক্ষ্মীপুর আসছিল কামাল। পথে লক্ষ্মীপুর-চৌমুহনী মহাসড়কের লক্ষ্মীপুর জেলা কারাগার এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পিকআপভ্যান লক্ষ করে পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে তার ভাই চালক কামালসহ দুইজন দগ্ধ হন। এসময় পিকআপভ্যানটি রাস্তার পাশে উল্টে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত ৮ দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার ভোররাতে মারা যান কামাল।
লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান মো সাফিউর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতে হাসপাতালে যাই। সেখানে কামালের অবস্থা আশঙ্কজনক দেখতে পাই। পরে সকালে খবর পেলাম কামাল মারা গেছেন। বিষয়টি দুঃখজনক। হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।’