জমজমাট ফাইনাল হবে

SHARE

আর কয়েক ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ইউরোপর সেরার লড়াইয়ে নামতে প্রস্তুত বায়ার্ন মিউনিখ ও পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের পাঁচ শিরোপা জয় ও সব মিলিয়ে ১০ বার ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে বায়ার্নের। কিন্তু অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও নিজেদের শিরোপার বড় দাবিদার হিসেবে প্রমাণ করেছে পিএসজি। প্যারিসের ক্লাবটির কোচ টমাস টুখেল জমজমাট ফাইনালের প্রতিশ্রুতি দিয়েছেন।

পিএসজি তাদের প্রতিপক্ষকে সমীহ করছে জানিয়ে কোচ টমাস টুখেল বলেছেন, ‘আমরা সব প্রতিপক্ষকে শ্রদ্ধা করি। আক্রমণাত্মক হোক বা রক্ষণাত্মক প্রতিপক্ষের বিষয়ে দলকে তথ্য দেওয়াটা গুরুত্বপূর্ণ। বায়ার্ন কঠিন প্রতিপক্ষ, কেননা তারা শেষ ২০ ম্যাচ জিতেছে, অনেক নিবেদন নিয়ে খেলে এবং দ্বৈরথে তারা খুবই শক্তিশালী। কিন্তু এটা ফাইনাল। নিজেকে উজার করে খেলা এবং আত্মবিশ্বাস ধরে রাখা হবে ম্যাচের নির্ণায়ক। দুটি শক্তিশালী দলের মধ্যে এটা জমজমাট একটা ফাইনাল হবে।’

এই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে নেইমারের দল পিএসজি। এই শিরোপা জয়ের জন্যই নেইমারকে বার্সা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে এনেছিল প্যারিসের দলটি। আজকের ম্যাচের আগে প্রতিপক্ষের চেয়ে নিজের দলকে নিয়ে বেশি ভাবছেন পিএসজির জার্মান কোচ, ‘আমরা এখানে আসার যোগ্য। বায়ার্নের বিপক্ষে দারুণ একটা ম্যাচ হবে এবং আমরা প্রস্তুত। আমাদের কেইলর নাভাস, নেইমার ও আনহেল দি মারিয়ারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা আছে। এটা দারুণ একটা চ্যালেঞ্জ হবে। আমরা আত্মবিশ্বাসী।’