আইসিসির ‘হল অব ফেম’ এ আব্বাস-ক্যালিস-লিসা

SHARE

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমের অর্ন্তভূক্ত হলেন পাকিস্তানের জহির আব্বাস, দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস এবং অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার লিসা স্টালেকার। পাকিস্তানের জাতীয় দল ও কাউন্টি ক্লাব গ্লচেষ্টাশায়ারের হয়ে ১৯৭০-৮০ দশকে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন জহির। সে সময় তাকে অস্ট্রেলিয়ার ডন ব্রাডম্যানের সাথে তুলনা করে এশিয়ার ব্রাডম্যান হিসেবে ডাকা হতো। টেস্টে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবেও বিবেচনা করা হতো।

এশিয়ার মধ্যে একমাত্র ব্যাটসম্যান জহির, প্রথম শ্রেণীর ক্রিকেটে যার ১শর বেশি সেঞ্চুরি রয়েছে। তিনি আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া ষষ্ঠ পাকিস্তানি ক্রিকেটার। এর আগে পাকিস্তানের হয়ে এই সম্মাননা পেয়েছেন হানিফ মোহাম্মদ, জাভেদ মিঁয়াদাদ, ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। এক প্রতিক্রিয়ায় জহির বলেন, ‘২০২০ সালের আইসিসি হল অব ফেমে জায়গা পেয়ে নিজেকে গর্বিত মনে করছি।’

ক্রিকেটের ইতিহাসে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অন্তত ১০হাজার রান ও ২৫০ উইকেট নেয়া একমাত্র খেলোয়াড় ৪৪ বছর বয়সী জ্যাক ক্যালিস। ২০০৫ সালে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন। এই কিংবদন্তি অল-রাউন্ডার দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ রান সংগ্রাহক ও বিশ্বে আছেন তৃতীয় স্থানে। হল অব ফেমের অর্ন্তভূক্ত হয়ে ক্যালিস বলেন, ‘খেলা শুরুর সময় এমন কিছু আমি কখনো আশা করিনি। আমি যেখানেই খেলেছি সেখানেই আমি শুধু জিততে চেয়েছি।’

নারী ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে ১০০০ রান ও ১০০ উইকেট অর্জন করা প্রথম ক্রিকেটার ভারতীয় বংশোদ্ভূত লিসা। তিনি ২০০৫ ও ২০১৩ ওয়ানডে এবং ২০১০ ও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। ২০০৯ সালের ২ জানুয়ারি থেকে যাত্রা শুরু হয় আইসিসি হল অব ফেমের। গত বছর এই সম্মান পেয়েছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার, প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার ক্যাথরিন ফিৎজপ্যাট্রিক।