গত ১১ বছর ধরে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে একচেটিয়া ছিলো আমেরিকা। এবার আমেরিকাকে ছাড়িয়ে গেল চীন।
জাতিসংঘ বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনসিটিএডি বা আংটাড এ তথ্য জানিয়েছে। আংটাডের প্রতিবেদন বলেছে, গত বছর চীন ১২,৭৬০ কোটি ডলার সমপরিমাণ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করেছে। অন্যদিকে আমেরিকা এ খাতে আকৃষ্ট করেছে মাত্র ৮৬০০ কোটি ডলার।
এদিকে, চীনের বিশেষ প্রশাসনের আওতায় পরিচালিত হংকং একই বছর ১১,১০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পেরেছে এবং আমেরিকাকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।২০১৩ সালের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, আমেরিকায় বিনিয়োগ ২৩,০৮০ কোটি ডলার থেকে ৬৩ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে চীনের বিনিয়োগ ১২,৩৯০ কোটি ডলার থেকে কিছু বৃদ্ধি পেয়েছে।
চীনের উচ্চতর প্রযুক্তি, সেবা এবং শ্রমিকসহ সব খাতেই কাঠামোগত পরিবর্তনই বিদেশি বিনিয়োগ আকৃষ্টের পরিমাণ বাড়াতে সহায়তা করেছে বলে জানিয়েছেন আংটাডের বিনিয়োগ এবং উদ্যোক্তা বিষয়ক পরিচালক জেমস জান।