টানা ৫ ম্যাচে জোড়া গোলের কীর্তি গড়লেন মেসি

SHARE

লিওনেল মেসি আরো একবার ইতিহাস গড়লেন। মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার অসাধারণ কীর্তি গড়ে ইন্টার মায়ামিকে ২-১ গোলের জয় এনে দিলেন ন্যাশভিল এসসির বিপক্ষে। এই জয়ে থেমে গেল ন্যাশভিলের ১৫ ম্যাচের অপরাজিত যাত্রা।

ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচের ১৭তম মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে এগিয়ে দেন মেসি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ন্যাশভিল সমতায় ফিরলেও ৬২তম মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।

এই ম্যাচে জয়ের মাধ্যমে মায়ামি পঞ্চম ম্যাচে টানা জয় তুলে নিলো এবং সাপোর্টার্স শিল্ড তালিকায় পঞ্চম স্থানে উঠে এলো। তাদের লক্ষ্য এবার টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জয়।

মেসি মেজর লিগ সকারে ১৬ ম্যাচে করেছেন ১৬ গোল।
তার পাশে রয়েছেন ন্যাশভিলের স্যাম সারিজ (২১ ম্যাচে ১৬ গোল)।

ম্যাচের পর মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘এই বয়সে এসেও যা করছে, তা অবিশ্বাস্য। সে শুধু গোল করে না, গোটা দলকে নেতৃত্ব দেয়। কীভাবে খেলতে হবে, প্রতিযোগিতা করতে হবে, সেটা সে শিখিয়ে দেয়।
তার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য আশীর্বাদ।’

ন্যাশভিলের হয়ে হানি মুখতার দ্বিতীয়ার্ধের শুরুতে হেডে গোল করে সমতায় ফিরিয়েছিলেন দলকে। কিন্তু গোলরক্ষক জো উইলিসের ভুল পাস থেকে মেসির দ্বিতীয় গোলেই শেষ হয় তাদের সেরা সময়ের রেকর্ড— মধ্য এপ্রিল থেকে চলা ১৫ ম্যাচের অপরাজিত যাত্রা।

এ ম্যাচে মেসি তার ক্লাব ক্যারিয়ারের ৬৬ ম্যাচে ৫৫তম গোল করেন। বয়স ৩৮ হলেও শারীরিকভাবে এখনো চাঙা তিনি।
মাশচেরানো আরো বলেন, ‘আমরা প্রতিদিনই ওর শারীরিক অবস্থা নিয়ে কথা বলি। যদিও টানা সাত ম্যাচে ৯০ মিনিট খেলেছে, তার মধ্যে চারটি ছিল ক্লাব বিশ্বকাপের ম্যাচ, তবু ও ভালোই ফিট আছে। তবে ভবিষ্যতে ওকে কিছুটা বিশ্রাম দেওয়ার প্রয়োজন হবে— যখন সময় আসবে, তখন তা দেওয়া হবে।’