ই-নথি কার্যক্রমে তৃতীয়বারের মতো শীর্ষে পাইকগাছা উপজেলা

SHARE

আবারো ই-নথি কার্যক্রমে সারাদেশের মধ্যে তৃতীয়বারের মতো শীর্ষ স্থান ধরে রেখেছে খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।
আইসিটি বিভাগের এটুআই এর এপ্রিল ২০২০ মাসের ই-নথি কার্যক্রমের প্রকাশিত ফলাফলে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় শীর্ষস্থানের এ কৃতিত্ব অর্জন করে।
দেশের সকল উপজেলার মধ্যে তৃতীয়বারের মতো দেশ সেরা কৃতিত্ব অর্জন করায় ইউএনও জুলিয়া সুকায়নাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল।
বর্তমান উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না যোগদান করার পর তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ই-নথি কার্যক্রমকে গতিশীল করেন। যার অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রায় সকল কাজ ই-নথির মাধ্যমে সম্পাদন করেন।
এছাড়াও প্রশাসনের অন্যান্য দপ্তরের কার্যক্রমও ই-নথি কার্যক্রমের আওতায় আনেন।
উপজেলা নির্বাহী অফিসারের গতিশীল দক্ষ নেতৃত্বে দেশের সকল উপজেলার মধ্যে ৩ বার ই-নথি কার্যক্রমে শীর্ষস্থান অর্জন করেছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।
তৃতীয়বারের মত কৃতিত্ব অর্জন করায় ইউএনও জুলিয়া সুকায়নাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি ও হাঁটার সাথী সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন মহল।