‘সর্বনাশ হয়ে গিয়েছে’, আম্ফানের তাণ্ডব প্রসঙ্গে মমতা

SHARE

সুপার সাইক্লোন আম্ফান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘সর্বনাশ হয়ে গিয়েছে’।

মমতা বলেন, এতদিন ধরে কলকাতায় আছি, এ রকম দুর্যোগ আগে কখনও দেখিনি। আয়লা, বুলবুল, ফণী দেখেছি। আজ যা দেখলাম বড় বিপর্যয়। আজ উড়িশ্যা বেঁচে গিয়েছে।পশ্চিমবঙ্গেের উপর দিয়ে গিয়েছে পুরোটা।

তিনি জানান, দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে। ঈশ্বরের কৃপায় হাজার হাজার মানুষকে বাঁচাতে পেরেছি।

সুপার সাইক্লোনের তাণ্ডব প্রসঙ্গে মমতা আরও বলেন, এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রায় ৫ লক্ষ মানুষকে সরাতে পেরেছিলাম। ভাবতে পারিনি এতটা মারাত্মক হবে ঝড়।

মমতা বলেন, ঝড়ের দাপটে দরজা-জানলা আটকানো যাচ্ছিল না। তছনছ হয়েছে। কত যে বাড়ি ভেঙেছে, ধানের ক্ষেত নষ্ট হয়েছে, নদীবাঁধ ভেঙেছে! স্তম্ভিত আমরা সকলে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস