পোপের স্বপ্ন ভাইরাস পরবর্তী বিশ্ব হবে বৈষম্যহীন

SHARE

বিশ্বাসীদের জন্য করোনাভাইরাস মহামারিটি পরীক্ষা হিসাবে এসেছে দাবি করে পোপ ফ্রান্সিস বলেছেন, এখন বিশ্বস্তদের ‘পরীক্ষার সময়’। এই সময়কে কাজে লাগিয়ে ভবিষ্যতে যাতে পৃথিবী থেকে অসমতা ও দারিদ্রতা বিলুপ্ত হয় সেই প্রচেষ্টা চালাতে হবে। করোনামুক্ত পৃথিবী হবে বৈষম্যহীন।

রবিবার পোপ ফ্রান্সিস ভ্যাটিকান ওয়ালের বাইরে কয়েকটি ব্লক ভ্রমণ করেছিলেন। রহমতকে উৎসর্গীকৃত একটি বিশেষ ভোজ দিবস উপলক্ষে তিনি এই ভ্রমণ করেন।

খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু বলেন, করোনাভাইরাস দ্বারা সংক্রামিত লোকেরা প্রায়শই হালকা বা মাঝারি উপসর্গগুলি অনুভব করে, নিউমোনিয়ার মতো সম্ভাব্য জটিলতাগুলি তাদের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে।

ফ্রান্সিস তার বক্তব্যে বলেছেন, ‘মহামারিটি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছে যে, যারা ক্ষতিগ্রস্থ হয় তাদের মধ্যে কোনও সীমানা নেই, যারা আঘাত পেয়েছে বা রেহাই পেয়েছে তাদের মধ্যে জাতীয়তার কোনও পার্থক্য নেই। আমরা সবাই দুর্বল, সব সমান, সব মূল্যবান।’

সান্টো স্পিরিটো গির্জার বেদী থেকে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের চারপাশে যা কিছু ঘটছে তাতে আমরা গভীরভাবে আতঙ্কিত হতে পারি। তবে এটা অসমতা দূর করার সময়, মানবজাতীর মাঝে যে অন্যায়-অবিচার হয় সেটা নিরাময়ের সময়। ধনী ও দরিদ্রের মাঝে যে বিভেদের দেয়াল সেটা বিলুপ্তির সময়।’

পোপ ফ্রান্সিস, সাম্প্রতিক দিনগুলিতে ভাইরাসের কারণে যারা চাকরি হারিয়েছে তাদের বাঁচতে সহায়তা করার জন্য একটি সার্বজনীন বেসিক মজুরি তৈরির প্রস্তাব দিয়েছে। অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র- এপি।