নববর্ষে জনসমাগম করে কোনো অনুষ্ঠান করা যাবে না : প্রধানমন্ত্রী

SHARE

করোনাভাইরাস পরিস্থিতিতে আসন্ন বাংলা নববর্ষে জনসমাগম করে কোনো প্রোগ্রাম করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি বলেন, ঘরে বসে রেডিও-টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ায় উদযাপন করা যাবে। এ সময় করোনা পরিস্থিতির মধ্যেই কৃষিকাজ ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।

আজ রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি’ নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাইরে জনসমাগম করে কোনো অনুষ্ঠান করা যাবে না। সকল অনুষ্ঠান বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা ঘরে বসে করেন। রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, স্যোশাল মিডিয়ার মাধ্যমে করেন বা নিজেদের পরিবার নিয়ে উৎসব করেন কিন্তু কোনোমতে কোনোরকম লোকসমাগম করবেন না। কারণ লোকসমাগমের কারণে কিন্তু সংক্রমিত হচ্ছে।’

ভিডিও কনফারেন্সে গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ কয়েকটি বেসরকারি টিভি সরাসরি সম্প্রচার করছে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স।

এ সময় করোনা পরিস্থিতির মধ্যেই কৃষিকাজ ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।