করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স শুরু করেছেন প্রধানমন্ত্রী।
আজ রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে শুরু হয় এ ভিডিও কনফারেন্স।
ভিডিও কনফারেন্সে দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স।
এর আগে গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রতিনিধি, কর্মকর্তা ও জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন। সেখানে তিনি করোনাভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।