ডিএসসিসি’র একটি ওয়ার্ডে খাবারের দোকান বন্ধের ঘোষণা

SHARE

করোনাভাইরাসের বিস্তার রোধে ছোট-বড় সব ধরনের খাবারের দোকান বন্ধ রাখার নোটিশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

গতকাল শনিবার (২১ মার্চ) ডিএসসিসি’র ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সাইদুল ইসলাম মাদবরের পক্ষ থেকে কাউন্সিলরের কার্যালয় থেকে নোটিশটি জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক হোটেল-রেস্টুরেন্ট, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটিসহ ছোট-বড় সব খাবারের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।

নোটিশে আরো বলা হয়েছে, হাসপাতাল, ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, শাকসবজি ও মাছ-মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়ার, মোবাইল ও মোবাইল রিচার্জের দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

এ নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে।