বাংলাদেশ ১৫ লাখ ডলার দিচ্ছে সার্কের কভিড-১৯ তহ‌বিলে

SHARE

দক্ষিণ এশিয়ায় নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার মোকাবেলায় ১৫ লাখ ডলার দিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত জরুরি তহবিলে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে গতকালই ইঙ্গিত দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জানা গেছে, এ পর্যন্ত ওই তহবিলে প্রায় দুই কোটি মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার মিলেছে।

এদিকে ভারত, নেপাল ও ভুটানের পর গতকাল আফগানিস্তান ও মালদ্বীপও করোনাভাইরাস মোকাবেলায় জরুরি তহবিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। গত রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অন্য নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস মোকাবেলায় সার্ক অঞ্চলের জন্য স্বেচ্ছায় অংশগ্রহণের ভিত্তিতে একটি তহবিল গঠনের প্রস্তাব দেন। মোদি সেই তহবিলে ভারতের পক্ষ থেকে এক কোটি মার্কিন ডলার দেওয়ার কথা জানান।