পর্যটকদের জন্য দ্বার বন্ধ করল নেপাল

SHARE

অন-অ্যারাইভাল পর্যটন ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। সব দেশের নাগরিকদের জন্যই এ ব্যবস্থা নিয়েছে নেপাল।

গতকাল বৃহস্পতিবার রাতে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জরুরি এক সভার পর এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।
পাশাপাশি এভারেস্টসহ সব ধরনের পর্বত আরোহণ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আগামী ১৪ মার্চ থেকে ৩০ এপ্রিল সময় পর্যন্ত কার্যকর থাকবে। আর সাময়িক ভিসা স্থগিতের বিষয়টিতে কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত নন বলে জানানো হয়েছে।

এছাড়া ভারত থেকে স্থলপথে নেপালে আসা-যাওয়া পর্যটকদের সীমান্তে নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি কঠোরভাবে মানার সিদ্ধান্ত হয়।

তবে নেপালে স্কুল-কলেজ বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। নেপালে এখন পর্যন্ত একজন করোনারোগী শনাক্ত হলেও তিনি সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

জরুরি প্রয়োজনে কোনো বিদেশি নেপাল প্রবেশ করতে চাইলে তিনি করোনামুক্ত সনদ দেখিয়ে আবেদন করতে পারবেন।