‘নব্বই দশকের কবি মাহমুদ টোকন আর নেই

SHARE

নব্বই দশকের কবি মাহমুদ টোকন আর নেই। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগছিলেন।

মাহমুদ টোকন ১৯৭১ সালের ১১ মার্চ মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটার পুয়ালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তিনি অবিবাহিত ছিলেন।

তাঁর কাব্যগ্রন্থের মধ্যে—‘মাটির স্বর্গ’, ‘আলো ও অন্ধকারের মাঝখানে’, ‘বিমূর্ত ইস্তেহার’ উল্লেখযোগ্য। এ ছাড়া ‘রক্তফুলের দিন’ নামে একটি মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাসও রয়েছে।

কবির ভাগ্নে ইকরাম হোসেন ফেরদৌস জানিয়েছেন, আজ বুধবার জন্মস্থান কালকিনির ভুরঘাটায় দাফনের পর পারিবারিক কবরস্থানে মাহমুদ টোকনের মরদেহ সমাহিত করা হবে।