এবার ওয়েইসিও হনুমান চালিশা পড়বেন : বিজেপি নেতা

SHARE

দিল্লি নির্বাচনের ঠিক আগেই আবারো বিতর্কে জড়ালেন বিজেপি নেতা কপিল মিশ্র। ভারতীয় জনতা পার্টির এই নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসিকে আক্রমণ করেছেন।

কপিল মিশ্র দিল্লি বিধানসভা নির্বাচনে মডেল টাউন কেন্দ্র থেকে লড়ছেন। এই প্রসঙ্গে মঙ্গলবার টুইটারে তিনি লিখেছেন, কেজরিওয়াল হনুমান চালিশা পড়ছেন এবার আসাদুদ্দিন ওয়েইসিও পড়বেন।

এদিন তিনি আরো লিখেছেন, কেজরিওয়াল হনুমান চালিশা পড়ছেন এবার আসাদুদ্দিন ওয়েইসিও পড়বেন। এবার ওয়েইসিও হনুমান চালিশা পড়বেন। এটা আমাদের অন্যতম শক্তি। এরকমভাবেই একসাথে থাকতে হবে। একসাথে নির্বাচন করতে হবে। সকলের একতাতেই আমরা ২০ শতাংশ ভোট ব্যাংকের রাজনীতির কবর খুঁড়তে সফল হব।

পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাকে নিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণের ঠিক পরেরদিনই কপিল মিশ্র ফের আক্রমণ করেছেন কেজরিওয়ালের উদ্দেশে। তিনি বলেছিলেন, আপের নাম পরিবর্তন করে মুসলিম লীগ রাখা উচিত যেহেতু তারা ২০ শতাংশ মুসলিম ভোট পাওয়ার জন্য দেশদ্রোহী এবং জঙ্গিদের সমর্থন জানাচ্ছেন।