পুলিশ-বিজিবির পাহারায়ও হামলা, যান চলাচল বন্ধ

SHARE

bogra mapবগুড়ায় পুলিশ-বিজিবির পাহারার তিনটি ট্রাকে অবরোধকারীদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ অবস্থায় বগুড়ায় পুলিশ-বিজিবির পাহারায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের ঝোপগাড়ি এ লাকায় একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। রাত ১২টার দিকে মহাসড়কের বাঘোপাড়া এলাকায় আরো একটি কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়।  ভোররাতে চারমাথা এলাকায় মুক্তি বিড়ি ফ্যাক্টরির সামনে একটি ট্রাকে আগুন দেয়া হয়। রাতে শহরের কৈগাড়ি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া শুক্রবার রাতভর বগুড়া শহরের চারপাশ দিয়ে যাওয়া মহাসড়ক ও দ্বিতীয় বাইপাস সড়কে অসংখ্য যানবাহন ভাঙচুর করা হয়েছে। এসব রাস্তায় ভাঙা কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। যমুনা সেতুর পশ্চিম পাশ থেকে শুরু করে বগুড়া সদরের মহাস্থানগড় পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ পাহারায় চলা যাত্রীবাহী বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। সেই সঙ্গে মহাসড়কে রাস্তার ওপর লোহার তৈরি বিশেষ ধরনের কাঁটা বিছিয়ে দেয়ার ফলে অসংখ্য যানবাহনের চাকা ফুটো হয়েছে বলে জানা গেছে।

এছাড়া রাতে মহাসড়কে অবরোধকারীদের কঠোর অবস্থানের কারণে অবশেষে পুলিশ পাহারায় শুরু হওয়া যানবাহন চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ রাতে মহাসড়কে বিচ্ছিন্নভাবে কিছু ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কথা স্বীকার করেছেন।