চকবাজারে হিযবুত তাহরীর সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

SHARE

রাজধানীর চকবাজার এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। আটক ব্যক্তির নাম আল আমিন ওরফে পান্না (৩০)।

উগ্রবাদী ও ধর্মীয় উসকানিমূলক লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর চকবাজারের খাজে দেওয়ান দ্বিতীয় লেন এলাকায় র‌্যাব-১০’র একটি দল অভিযান চালায়। এ সময় ১২৬ পাতা উগ্রবাদী ও ধর্মীয় উসকানিমূলক লিফলেট এবং একটি মোবাইল ফোনসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সদস্য আল আমিনকে আটক করা হয়।

আটক ব্যক্তি হিযবুত তাহরীরের মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচারকাজে সক্রিয়ভাবে জড়িত। আল আমিন ও তার সঙ্গীরা উগ্রবাদী বই ও লিফলেট বিতরণের মাধ্যমে সংগঠনের সদস্য সংগ্রহসহ সাধারণ ধর্মভীরু মানুষকে উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে আসছিলেন বলে মঙ্গলবার রাতে র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটক আল আমিনের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।