কাশ্মীরে সেনা কনভয়ে হামলা

SHARE

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সাংসদ প্রতিনিধিদলের সফরের মধ্যেই ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে হামলার ঘটনা ঘটল। আজ মঙ্গলবার পুলওয়ামায় আক্রান্ত হলো টহলদারি সেনা কনভয়।

জম্মু ও কাশ্মীর পুলিশের একজন কর্মকর্তা জানান, আজ মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার দ্রাবগামে ভারতীয় সেনাবাহিনীর টহলদার বাহিনীকে নিশানা করে ছয় থেকে সাত রাউন্ড গুলি চালায় আততায়ীরা। জবাবে পাল্টা গুলি ছোড়ে সেনাবািহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে দু’দিনের সফরে শ্রীনগরে পৌঁছেছে ইইউ সাংসদদের ২৩ সদস্যের প্রতিনিধিদল। মোট ২৭ জন সাংসদ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ সফরে আসবেন ঠিক হলেও শেষ পর্যন্ত চারজন সদস্য সফরকারী দল থেকে নাম প্রত্যাহার করে নিজের দেশে ফিরে গেছেন।