বাংলাদেশ-ভারত সিরিজে জঙ্গি হামলার শঙ্কা

SHARE

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলের ওপর হামলার হুমকির খবর পেয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এএনআই)।

এই তথ্য পাওয়ার পরপরই দিল্লি পুলিশকে জানিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। আর সাথে সাথেই এই ম্যাচকে ঘিরে দুই দলেরই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

সন্ত্রাসীগোষ্ঠী অল-ইন্ডিয়া লস্কর-ই-তৈয়বার পাঠানো চিঠিতে এমন হুমকি পাওয়ার কথা স্বীকার করেছে দিল্লি পুলিশ। যেখানে আরো জানানো হয়েছে, এই ম্যাচের আগে আরেক দফা হামলার শিকার হতে পারেন ভারতীয় ক্রিকেট দল।

এদিকে হামলার হুমকিতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি কোবিন্দ এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নভেম্বরের ৩ তারিখ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।