যমুনার পানি আবার বাড়ছে, দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা

SHARE

যমুনাসহ উত্তরাঞ্চলের কয়েকটি নদীর পানি কমে যাওয়ায় দেশের বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হয়েছিল, তবে দ্বিতীয় দফায় বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। এতে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত দুই সপ্তাহের বন্যায় কাজ না থাকায় চরম খাবার সংকটে পড়েছেন দুর্গত এলাকার মানুষজন। এ পরিস্থিতিতে বন্যা দীর্ঘ হলে তা বন্যার্তদের দুর্ভোগ বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সার্বিকভাবে ব্রহ্মপুত্র, ঘাঘট, যমুনা ও তিস্তার পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গাইবান্ধায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সেখানে আট দিন ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। জেলার গোবিন্দগঞ্জে বন্যার পানিতে এক শিশুর মৃত্যু হয়েছে। বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে পানিতে ডুবে মারা গেছে তিনজন।

পানি বাড়ায় নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে লালমনিরহাটে। নীলফামারীতে ১৫ গ্রামের ১৫ হাজার মানুষ দ্বিতীয় দফা বন্যাকবলিত হয়েছে। এছাড়া সিরাজগঞ্জে পানি কমলেও বেড়েছে ভোগান্তি।

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি আবারও বৃদ্ধি পাওয়ায় উত্তরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ১১ সেন্টিমিটার বেড়ে বৃহস্পতিবার সকালে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।