মনোজ কুমারের শেষযাত্রায় হাজির বলিউড

SHARE

কিংবদন্তী অভিনেতা মনোজ কুমারের প্রয়াণের খবরে শোকাচ্ছন্ন পুরো বলিউড। শনিবার (৫ এপ্রিল) ভারতের জাতীয় পতাকায় মোড়ানো একটি লাশবাহী গাড়িতে শেষ বিদায় নিলেন বলিউডের ‘ভারত কুমার’।

এদিন রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় ‘ও কৌন থি’, ‘ক্রান্তি’ অভিনেতার। দুপুর ১২টার কিছু আগে জুহুর পবনহংস শ্মশানে তার দাহ সংস্কার সম্পন্ন করা হয়।

শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে তার আগেই সেখানে উপস্থিত হন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর পুত্র অভিষেক বচ্চন। একইভাবে ছেলে আরবাজ খানকে সাথে নিয়ে উপস্থিত হন সেলিম খানও। শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন মনোজের দীর্ঘ দিনের বন্ধু প্রেম চোপড়াও।

এদিন তিনি বলেন, “প্রথম থেকেই আমরা একসঙ্গে কাজ করেছি।
এক দারুন সফর। ওর সঙ্গে কাজ করে সকলেরই কোন না কোন লাভ হয়েছে। আমারও হয়েছে। আমার সব থেকে ভাল বন্ধু ছিলেন।

প্রয়াত অভিনেতার স্ত্রী শশী গোস্বামী এবং পুত্র কুণাল গোস্বামীর সঙ্গে কথা বলেন তারা।মনোজ কুমারের প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৩৭ সালে মনোজের জন্ম পাঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে। পিতৃদত্ত নাম হরিকৃষ্ণ গোস্বামী হলেও ছবির জগতে সে যুগের ধারা মেনে তিনি নিজেকে মনোজ কুমার বলে পরিচয় দিতেন। ১৯৫৭ সালে বলিউডে তার পদার্পণ।
দেশপ্রেমে উদ্বুদ্ধ একের পর এক ছবিতে ছবিতে কাজ করে তিনি পেয়েছেন জনপ্রিয়তা। তার ঠোঁটে ‘মেরি দেশ কি ধরতি’ আজও ভারতবাসীর রক্তে দোলা লাগায়।