দেশের পথে প্রধান উপদেষ্টা

SHARE

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে ব্যাঙ্কক ত্যাগ করেছেন।

আজ শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত থাই মন্ত্রী জিরাপর্ন সিন্ধুরাই ব্যাঙ্কক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস গত বৃহস্পতিবার ব্যাঙ্কক যান।

সেখানে সম্মেলনের ফাঁকে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়া, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগের সঙ্গে বৈঠক করেছেন।