মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার নীতি কখনোই বদলাবে না। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোস্টে ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে, শুল্কের বিষয়ে তার নীতি পরিবর্তন হবে না।
তিনি বলেছেন, ‘অনেক বিনিয়োগকারী মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন এবং বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছেন, আমার নীতিগুলো কখনই পরিবর্তন হবে না।
’
তিনি এ-ও বলেন, ‘এটি আগের চেয়ে ধনী হওয়ার সুবর্ণ সময়, অতীতের যে কোনো সময়ের চেয়ে ধনী হওয়ার সময়।’
গত বুধবার নতুন ‘রিসিপ্রকাল ট্যারিফ’ নীতির অংশ হিসেবে শতাধিক দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়।