দুর্দান্ত এক সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজ জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মার্ক চাপম্যান। কিন্তু ১৩২ রানের ইনিংসটির মুহূর্তটা পুরোপুরি উপভোগ করতে পারেননি নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।
সেই চোটের কারণে দ্বিতীয় ওয়ানডে খেলতে পারেননি চাপম্যান।
তাকে ছাড়াও অবশ্য টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে কিউইরা। আগামীকাল যখন পাকিস্তানকে ধবলধোলাই করতে নামবে নিউজিল্যান্ড তখন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ানকে পাবেন না উইল ইয়ং-ড্যারিল মিচেলরা।
পুরোপুরি সুস্থ না হওয়ায় তৃতীয় ওয়ানডে থেকেও ছিটকে গেছেন চাপম্যান। মাউন্ট মঙ্গানুইয়ে যে ৩০ বছর বয়সী ব্যাটারকে পাওয়া যাচ্ছে তা আজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।
তার পরিবর্তে ডাকা হয়েছে টিম সেইফার্টকে। এতে করে দীর্ঘ ৬ বছরের বেশি সময় পর ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
সর্বশেষ ২০১৯ সালে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন সেইফার্ট। টি-টোয়েন্টির নিয়মিত মুখ হলেও ওয়ানডে ম্যাচ খেলেছেন মাত্র ৩টি।
পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে ৪-১ ব্যবধানের জয়ে সিরিজসেরা হয়েছিলেন তিনি। ২০৭.৫০ স্ট্রাইক রেটে করেছিলেন ২৪৯ রান। এমন অবিশ্বাস্য পারফরম্যান্সই তাকে আবারো ওয়ানডে খেলার সুযোগ করে দিয়েছে।