ওবামার প্রতি ক্ষুব্ধ হয়ে ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান ট্রাম্প!

SHARE

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি ক্ষুব্ধ হয়ে ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। সদ্য পদত্যাগকারী যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ডারোচের ফাঁস হওয়া নতুন এক নথি থেকে এ তথ্য জানা গেছে। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

স্যার কিম লেখেন, ট্রাম্প ব্যক্তিগত কারণে এই পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান। কারণ এতে চুক্তিবদ্ধ হন তার পূর্বসূরি ওবামা।

যুক্তরাষ্ট্রের কাছে ২০১৮ সালে যুক্তরাজ্যের তখনকার পররাষ্ট্রমন্ত্রী দেশটিকে এই পরমাণু চুক্তিতে থাকার অনুরোধ করার পর নথিটি লেখা হয় বলে উল্লেখ করেছে সংবাদপত্রটি।

ব্রিটিশ রাষ্ট্রদূতের মতে, যুক্তরাষ্ট্র চুক্তিটি থেকে বেরিয়ে আসা নিয়ে দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয় এবং এটি নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা করেনি হোয়াইট হাউস।

স্যার কিম বলেন, এটা ‘কূটনৈতিক অপরাধ’।

এই চুক্তির অধীনে ইরান পরমাণু কর্মসূচি সীমিত করতে রাজি হয়। এছাড়া ইরানের ওপর আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বদলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরকে পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণের অনুমতি দেয় দেশটি।

সূত্র : বিবিসি