‘নিটোল পায়ে রিনিক ঝিনিক…’ ফুয়াদের লেখা?

SHARE

‘নিটোল পায়ে রিনিক ঝিনিক…’ গানটি ফুয়াদ লিখেছেন? সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে প্রকাশিত একটি চলচ্চিত্রের গানে নতুন সুর ও সঙ্গীত আয়োজন মিতা দেব বর্মণের লেখা ও এস ডি বর্মণের সুর করা গানটি সংযোজন করা হয়। প্রেম আমার ২ চলচ্চিত্রের গানের পরিচয়ের সংক্ষিপ্ত অংশে ফুয়াদকে গানের সঙ্গীত আয়োজক ও গীতিকার উল্লেখ করা হয়েছে। অবশ্য ক্লিক করে বিস্তারিত অংশে গেলে সেখানে মূল গীতিকার ও সুরকারের নাম উল্লেখ করা হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজেও গানটির গীতিকার হিসেবে ফুয়াদের নাম প্রচারিত হচ্ছে।

তবে চলচ্চিত্র সংশ্লিষ্টদের এমন কর্মকাণ্ডে বিরক্ত ভক্ত ও নেটিজেনরা। বলছেন এতে করে নতুন প্রজন্মের নিকট ভুল তথ্য চলে যাচ্ছে। কারণ বিস্তারিত বলে আলাদা যে অংশ দেওয়া হয়েছে সেটা দায় সারা। প্রথমেই যদি কাউকে গীতিকার উল্লেখ করে দেওয়া হয় তাহলে সেটা ‘চরম ভুল’ বলেই মনে করছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্মাতা ইমেল হক লিখেছেন, ‘টাইটেলে সরাসরি উনার নাম নেওয়াতেই আমার সমস্যাটা কারণ বন্ধু মায়া লাগাইছে,কি জ্বালাসহ আরো বহু গানের মতো নিটল পায়ের গীতিকার হিসেবে এই প্রজন্ম ফুয়াদ সাহেবকে আর গায়ক হিসেবে ইমরান সাহেবকে চিনবে কিন্তু মিতা দেবী আর শচীন কর্তাকে চিনবে না।’

জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজেও গানটির গীতিকার হিসেবে ফুয়াদের নাম প্রচারিত হচ্ছে

নিটোল পায়ে রিনিক ঝিনিক গানটি ব্যাপক জনপ্রিয় কালজয়ী গান। শচীন দেব বর্মনের সুর করা এই গানে কণ্ঠ দিয়েছেন মিতা দেব বর্মন। পরবর্তীতে বাংলাদেশের এ প্রজন্মের সঙ্গীত পরিচালক ফুয়াদ গানটিকে নতুন করে গান। সেখানে নতুন করে কিছু কথা সংযোজন করেন। সেই অংশ থেকে জাজ মাল্টিমিডিয়া নতুন করে গানটি প্রেম আমার ২ চলচ্চিত্রের জন্য তৈরি করা হয়, এতে কণ্ঠ দেন ইমরান।