মন্ত্রী ভাষণ পড়তে পারছিলেন না, তাই

SHARE

ভারতের মধ্যপ্রদেশে এমন ঘটনা ঘটেছে আজ (শনিবার)। দেশটির গণতন্ত্র দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত কংগ্রেস সরকারের কেবিনেট মন্ত্রী ইমরতি দেবি।

অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি রাজ্যের নারী ও শিশু উন্নয়ন কল্যাণ মন্ত্রী ইমরতি দেবি মাইকের সামনে দাঁড়িয়ে তার লিখিত ভাষণ পাঠ করতে পারছিলেন না। তিনি নতুন পড়তে শেখা বাচ্চাদের মতো বানান করে করে একেকটি শব্দ যেন উচ্চারণ করছিলেন। এসময়ে পাশে দাঁড়ানো জেলা কালেক্টর সাহেব তাকে সাহায্যের চেষ্টা করেন। একপর্যায়ে নিরুপায় হয়ে তাকে কাগজটি দিয়ে নিজে মঞ্চ থেকে নেমে যান মন্ত্রী। কালেক্টর ভাষণটা পড়ে শোনান।

মন্ত্রী ভাষণ না দিয়ে নেমে যাওয়ার সময়ে কালেক্টর এবং দর্শকদের অনেককেই হেসে উঠতে শোনা যায়।

এই ছবিতে দেখা যাচ্ছে ভাষণ দেয়ার চেষ্টারত মন্ত্রী ইমরতিকে

এই নিয়ে সমালোচনার মুখে মন্ত্রী পরে জানান যে গত দুইদিন যাবত তিনি অসুস্থ ছিলেন। এ কারণে তিনি ভাষণ পাঠ করতে পারেননি।

তবে কালেক্টর সাহেব তার ভাষণটি ঠিকঠাক মতোই পড়েছেন বলে স্বীকৃতি দেন তিনি।

কালেক্টরকে ভাষণের দায়িত্ব দিয়ে সরে যাচ্ছেন মন্ত্রী

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ সরকারের ২৮ সদস্যের মন্ত্রীসভার মাত্র দুজন নারী সদস্যের একজন ইমরতি দেবি। গোয়ালিয়রের ডাবরা এলাকা থেকে নির্বাচিত বিধানসভা সদস্য ইমরতি এর আগেও আলোচনায় আসেন সাবেক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে নিজের ‘ভগবান’ আখ্যা দিয়ে।

বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর তিনি জানান, সিনিয়র কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য শুধু তার নেতা নন, তিনি তার ভগবানও।

ইমরতি বলেন, আমি তার (জ্যোতিরাদিত্য) পূজা করি। এনবিটি