সাকরাইন: ঘুড়ি ও আলোর উৎসব দীপু মালাকার

SHARE

দিনভর আকাশে বাহারি নকশার ঘুড়ি উড়িয়ে সন্ধ্যায় আতশবাজি আর আগুন খেলার মধ্য দিয়ে পুরান ঢাকার বাসিন্দারা ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব পালন করেন। পৌষসংক্রান্তি উপলক্ষে সোম ও মঙ্গলবার পুরান ঢাকায় ‘সাকরাইন’ উৎসবে মেতে ওঠে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। সারা দিন ঘুড়ি ওড়ানো শেষ করে ফায়ার শো, লেজার শো, ফায়ার স্প্রিং, গান আর ডিজের তালে তালে শেষ হয়েছে এই বাহারি উৎসব।