২৪আওয়ার ডেস্ক: ব্র্যান্ড নেম অ্যাপল। নতুন কোনো আইফোন বেরোলে তা কেনার জন্যে বিশ্বের উন্মাদনা থাকে চরমে। কিন্তু এমন কিছু মানুষও আছেন, যারা পুরনো জিনিসের জন্য পানির মতো টাকা খরচ করতে পারেন।
নিউ ইয়র্ক শহরের ক্রিস্টিজ-এ নিলামে উঠেছিল স্টিভ জোবস- এর তৈরি করা ৪০ বছর পুরনো অ্যাপেল ১ কম্পিউটার।
বিক্রি হলো ৩ লাখ ৫৫ হাজার ৫০০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দুই কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ১৯০ টাকা।
১৯৭৬ সালে যে ৬৬ টি কম্পিউটার স্টিভ জোবস এবং স্টিভ ওজনিয়াক নিজের হাতে তৈরি করেছিলেন, এটি তারই অন্যতম। এটিই ছিল অ্যাপেলের প্রথম পার্সোনাল কম্পিউটার অ্যাসেম্বলড মাদারবোর্ড সহ।
বাইট শপে ৫০ টি কম্পিউটারের বরাত পান জোবস এবং ওজনিয়াক। জোবসের বাড়ি বসে রাত দিন এক করে তারা কম্পিউটারগুলি তৈরি করেন। শুরুতে এই মডেলটির দাম ছিল ৬৬৬.৬৬ মার্কিন ডলার।