রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ১৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফরম করার কথা ছিল জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের। তবে কনসার্টের আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয় তারা। এতে ক্ষুব্ধ হন আয়োজক ও শিক্ষার্থীরা।
এবার প্রধান আয়োজক ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার আর্টসেলের কাছে ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন তিনি।
ফেসবুক পোস্টে সালাউদ্দিন লেখেন, ‘কালচারাল ফ্যাসিস্ট Artcell, Lincoln Artcell, আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন, ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।’
তিনি জানান, মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের হিসাব তৈরি করা হয়েছে। দাবি পূরণ না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যান্ডটির আগামীর কানাডা সফর বাতিলের দাবিও তুলবেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে আর্টসেলের ম্যানেজার মাহের গণমাধ্যমে বলেন, ‘আমাদের ব্যান্ডের ভোকাল লিংকন ভাই শারীরিকভাবে অসুস্থ। এ কারণে আমরা ব্যস্ত আছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য পরে জানানো হবে।
’
এর আগে অন্য এক পোস্টে আয়োজক অভিযোগ করেন, ‘আর্টসেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ রেখে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করেছে। …তোমাদের টাকা নিয়ে ক্যাম্পাসের কুকুরগুলোকে খাওয়াব।’