নেপালকে হারিয়ে গতকাল টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’। জয়ের ধারা অব্যাহত রাখতে আজ পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষে মুখোমুখি হয়েছে নুরুল হাসান সোহানের দল।
প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে ১২৪ রানের লক্ষ্যও দিয়েছে বাংলাদেশ। অথচ গতকাল ১৮৭ রানের লক্ষ্য দিয়েছিল সোহানের দল।
অবশ্য ইনিংসের শুরুতে যে অবস্থা ছিল তাতে এই সংগ্রহটাও দাঁড় করানো মুশকিল ছিল। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে বলের থেকে ৪ রান বেশি লক্ষ্য দেওয়ার সুযোগটা পেয়েছে আফিফ হোসেনের কাঁধে ভর করে।
কেননা ৪ নম্বরে নেমে অপরাজিত ৪২ রানের ইনিংসটা না খেললে এক শর নিচেই থামতে হতো বাংলাদেশকে। ইনিংসটি সাজিয়েছেন ৪ চারে।
বাংলাদেশের আর কোনো ব্যাটারই ২০ রানের ঘর পার করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে দশম ব্যাটার রাকিবুল হাসানের ব্যাট থেকে।
দলীয় ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এ সময় ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত লড়ে যান আফিফ।
কিন্তু অন্য প্রান্তে সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। পরে সোহান (১৪) এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর (১৪) সঙ্গে ছোট্ট দুটি জুটি গড়ে দলকে এই সংগ্রহ এনে দেন আফিফ। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ব্রাইস জ্যাকসন।