চট্টগ্রামে পুলিশ হত্যাচেষ্টার মামলায় দুই আসামি শাকিল ও আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় আর ৯টি মামলা আছে বলে জানায় পুলিশ। শাকিল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও পুলিশ নিশ্চিত করেন। তাদের তথ্যে পুলিশ একটি এলজি, তিন রাউন্ড গুলি এবং চাপাতি উদ্ধার করেছে।
রবিবার (২৬ আগস্ট) দুপুরে সিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিএমপির উপকমিশনার (বন্দর জোন) মো. আমিরুল ইসলাম।
তিনি বলেন, প্রাইম মুভারের হেল্পার সেজে গতরাতে চট্টগ্রাম থেকে শাকিল ও আরিফ পালিয়ে যাওয়ার তথ্য পেয়ে নগরের আউটাররিং রোডে আমরা চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করি। পরে শাকিলের স্বীকারোক্তির ভিত্তিতে নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে গত ১১ আগস্ট রাতে নগরীর সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি ঘাট খালপাড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ ঘটনাস্থলে যায়।
সে সময় মিছিলকারীরা শাকিলের নেতৃত্বে হামলা করে এসআই আবু সাঈদ রানাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, গলা, হাত ও পেটে একের পর এক আঘাত করে গুরুতর আহত করে।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা করে। এ মামলায় এ পর্যন্ত মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিএমপির ডিসি সদর দপ্তর ফয়সাল আহমেদ, এডিসি জনসংযোগ মাহমুদা বেগম, ওসি বন্দর আফতাব উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।