৩২৫ রানের টার্গেট দিল ভারত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩২৫ রানের টার্গেট দিয়েছে ভারত। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ৮০ রানের ঝড়ো ইনিংসে বড় স্কোর করে ভারত।

SHARE

স্পোর্টস ডেস্ক:  

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩২৫ রানের টার্গেট দিয়েছে ভারত। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ৮০ রানের ঝড়ো ইনিংসে বড় স্কোর করে ভারত।

ভারতের হয়ে ইনিংসের সূচনা করেন রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। কিন্তু দলকে ভাল শুরু এনে দিতে পারেননি তারা। দলীয় ২১ রানে রোহিত শর্মা ও আজিঙ্কে রাহানের উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে ভারত।

তবে তৃতীয় উইকেটে শেখর ধাওয়ান ও দিনেশ কার্তিক ১০০ রান যোগ করে বড় স্কোরের ভিত গড়ে দেন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ধাওয়ান আউট হন ৬০ রান করে। আর রিটায়্যরড ব্যাটসম্যান হিসেবে ৯৪ রান করে মাঠ ছাড়েন দীনেশ কার্তিক।

এই ম্যাচে বিশ্রাম নিয়েছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্থানের কাছে ২ উইকেটে পরাজিত হয় টাইগাররা।